• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরের কমলনগরে  চার ইউপি চেয়ারম্যান বরখাস্ত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৩২ পিএম;
লক্ষ্মীপুরের কমলনগরে  চার ইউপি চেয়ারম্যান বরখাস্ত
লক্ষ্মীপুরের কমলনগরে  চার ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নাসির মাহমুদ  (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি) ঃ দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত থাকার অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগরে ৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।.

 .

বৃহস্পতিবার দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বরখাস্থের বিষয়টি নিশ্চিত করেন। .

 .

সাময়িক বরখাস্ত চেয়ারম্যানরা হলেন- ২ নং সাহেবের হাট  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল খায়ের, ৪ নং চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ আলী মিয়া, ৬ নং পাটোয়ারী হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল আমিন রাজু ও ৭ নং হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ নিজাম উদ্দিন। .

 .

জানা যায়, বরখাস্তকৃত চেয়ারম্যানের স্থলে দায়িত্ব পালন করবেন,চর মার্টিন ইউপিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: মহসিন, সাহেবেরহাট ইাট ইউপিতে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) জহিরুল ইসলাম, পাটওয়ারিহাট ইউপিতে সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য শাহা ও হাজিরহাট ইউপিতে মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মোরশেদ আলম।.

 .

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, সারাদেশে ইউনিয়ন পরিষদের অনুপস্থিত চেয়ারম্যানদের স্থলে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় স্ব স্ব জেলা প্রশাসক বারার চিঠি প্রেরণ করেন।সেই আলোকে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্দেশে এই চার ইউপি চার কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।.

 .

উল্লেখ্য, বৈশম্যবিরোধী ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অদ্যবদি পর্যন্ত উল্লেখিত চেয়ারম্যানগণ পরিষদে অনুপস্থিত রয়েছেন। এতে পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা নাগরিকগণ। .

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ